ইন্টারনেট এ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের পদ্ধতি

আবেদনের ফি প্রদান পদ্ধতি:
ইন্টারনেটে আবেদনের পূর্বে শিক্ষার্থীকে টেলিটক/রকেট/শিওরক্যাশ এর মাধ্যমে নিম্নবর্ণিত (, এবং ধাপসমূহ অনুসরণপুর্বক আবেদন ফি প্রদান করতে হবে। প্রার্থীকে তার এসএসসি/সমমানের পরীক্ষার বোর্ড, রোল নম্বর এবং পাসের সন ব্যবহার করে ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) ফি প্রদান করতে হবে

) টেলিটকের মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ
. টেলিটকের প্রিপেইড মোবাইল ব্যবহার করতে হবে। মোবাইলের Message (Option)- গিয়ে নিম্ন লিখিত নিয়মে আবেদন ফি প্রদান করতে হবেঃ
CAD <space> WEB <space> Board <space> Roll <space> Year <space> লিখে 16222 নম্বরে Send করতে হবে উপরের Message - Board এর স্থলে শিক্ষার্থীর নিজের বোর্ডের প্রথম তিন অক্ষর/কোড (যেমন, ঢাকা বোর্ড হলে DHA; বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদালয় হলে BOU, ইত্যাদি), Roll এর স্থলে শিক্ষার্থীর এসএসসি/সমমান পরীক্ষার Roll No, Year এর স্থলে এসএসসি/সমমান পরীক্ষার Passing Year দিতে হবে

উদাহরণঃ SMS -এর মাধ্যমে ফি প্রদান
CAD WEB DHA 104285 2018
ব্যাখ্যাঃ এখানে DHA-এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের (Dhaka) নামের প্রম তিন অক্ষর/কোড, 104285 - আবেদকারীর এসএসসি/সমমান পরীক্ষার পাসের রোল নম্বর এবং 2018 এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন

. উপরে বর্ণিত SMS টি সফলভাবে সম্পনড়ব হলে আবেদনকারীর নাম, শিক্ষা বোর্ড, পাসের সন এবং রোল নম্বরসহ ফিরতি SMS- আবেদন ফি বাবদ ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) কেটে নেওয়া হবে এবং তা জানিয়ে একটি PIN কোড প্রদান করা হবে। ফি প্রদানে সম্মত থাকলে Message অপশন (Option) যেয়ে CAD <space> YES <space> PIN <space> Contact Number লিখে 16222 নম্বরে Send করতে হবে। Contact Number টি অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনকৃত মোবাইল নম্বর হতে হবে। একটি মোবাইল নম্বর শুধুমাত্র একজন আবেদনকারী প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে। ফি সঠিকভাবে জমা হলে Contact Number টিতে অবশ্যই ফি নিশ্চিতকরণের একটি Transaction ID সহ SMS যাবে
উদাহরণঃ ফি নিশ্চতকরণ CAD YES 1268234 01*********
এখানে 1268234 - PIN এবং 01********* পুর্বে প্রদত্ত 11 ডিজিটের Contact number.

) রকেটের মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ
Rocket: একাউন্ট আছে এমন মোবাইল ফোন থেকে পেমেন্ট করার জন্য *322# ডায়াল করে নিম্নরূপ ধাপগুলো অনুসরণ করতে হবে:
ধাপ-: Payment-এর জন্য 1 press করতে হবে
ধাপ-: প্রদর্শিত মেসেজে Bill Pay -এর জন্য 1 press করতে হবে
ধাপ-: নিজের একাউন্ট থেকে Payment করতে চাইলে 1 ডায়াল করে “Self” অপশন সিলেক্ট করতে হবে এবং অন্যের একাউন্ট থেকে Payment -দিতে চাইলে 2 ডায়াল করে “Other” অপশন সিলেক্ট করে Enter Payer Mobile No. এর স্থলে আবেদনকারীর মোবাইল নম্বর দিতে হবে
ধাপ-: Biller ID ফিল্ডে 515 টাইপ করতে হবে
ধাপ-: Answer প্রেস করে Bill Number ফিল্ডে BoardYearRoll প্রদান করতে হবে
[উদাহরণ:DHA2018123456; এখানে হলো DHA ঢাকা বোর্ডের প্রম তিন অক্ষর/কোড, 2018 হলে পাসের সন এবং 123456 হলো শিক্ষার্থীর রোল।)
ধাপ-: Answer প্রেস করে Amount ফিল্ডে Tk. 150 টাকা দিতে হবে
ধাপ-: Answer প্রেস করে রকেট একাউন্টের চার সংখ্যার গোপন PIN Number দিতে হবে
ধাপ-: উক্ত প্রক্রিয়া Successful হলে 16216 নম্বর থেকে একটি Payment Confirmation মেসেজ পাওয়া যাবে যার মধ্যে Transaction ID উল্লেখ থাকবে- যা ভবিষ্যত প্রয়োজনে সংরক্ষণ করতে হবে

) শিওরক্যাশের মাধ্যমে ফি প্রদান পদ্ধতি:
নীচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
ধাপ-: শিউরক্যাশ এর মেনু পেতে *495# ডায়াল করতে হবে
ধাপ-: Payment -অপশন নির্বাচন করতে হবে
ধাপ-: Payee Account or Keyword: CAD লিখতে হবে
ধাপ-: Student ID <বোর্ড কোড> < পাশের সন > < রোল নম্বর >
ধাপ-: Contact Mobile Number লিখতে হবে
ধাপ-: Student এর নাম সহ Amount: Tk. 150 প্রদর্শিত হবে এবং মোবাইল একাউন্ট এর পিন নম্বর প্রদান করলে Payment সফল Massage সহ Successful Massage প্রদর্শিত হবে

 বোর্ডের নামের প্রম তিন অক্ষর/কোড:
DHA=Dhaka Borad, COM=Comilla Board, RAJ= Rajshahi Board, JES= Jessore Board, CHI=Chittagong Board, BAR= Barisal Board, SYL= Sylhet Board, DIN= Dinajpur Board, MAD= Madrasah Board

এখানে উল্লেখ্য যে, ১৩ মে হতে ২৪ মে, ২০২১ রাত ১১:৫৯ মিঃ পর্যন্ত ইন্টারনেট - আবেদন করা যাবে

ইন্টারনেটে আবেদন পদ্ধতি
() নিম্ন লিখিত নিয়মে আবেদন Submit করতে হবে
 টেলিটক/রকেট/শিওরক্যাশ এর আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) জমা দেয়ার পর আবেদনকারীকে নির্ধারিত website -এ (www.xiclassadmission.gov.bd) যেয়ে “Apply Online” Button - ক্লিক করতে হবে; এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষার রোল
নম্বর, বোর্ড, পাসের সন রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। আবেদনকারীর দেয়া তথ্য সঠিক হলে তিনি তার ব্যক্তিগত তথ্য এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA দেখতে পাবেন এরপর শিক্ষার্থীর Contact Number (ফি প্রদানের সময় প্রদত্ত মোবাইল নম্বর) এবং প্রযোজ্য ক্ষেত্রেü কোটা (ধাপ . অনুযায়ী) দিতে হবে। অতঃপর তাঁকে ভর্তিচ্ছু শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, শিফট এবং ভার্সন Select করতে হবে। এভাবে শিক্ষার্থীü সর্বোচ্চ ১০টি (ইন্টারনেট এবং SMS উভয় পদ্ধতি মিলে) কলেজ/মাদরাসা Select করতে পারবে। এই ফরমে আবেদনকারী তাঁর সকল আবেদনের পছন্দক্রমে নির্ধারণ করতে পারবেন এরপর আবেদনকারী “Preview Application” Button - ক্লিক করলে তার আবেদনকৃত কলেজসমূহের তথ্য পছন্দক্রমে দেখতে পারবেন।  Preview - এ দেখানো তথ্যসমূহ সঠিক থাকলে আবেদনকারী “Submit” Button - ক্লিক করবেন। আবেদনটি সফলভাবে Submit করা হলে আবেদনকারী তাঁর প্রদত্ত Contact Number -এর মোবাইলে একটি নিশ্চিতকরণ SMS পাবেন এবং যাতে একটি সিকিউরিটি কোড Security Code) থাকবে। এই Security Code টি গোপনীয়তা সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে আবেদন সংশোধন ভর্তি সংক্রান্ত কাজে ব্যবহার করতে হবে আবেদনকারী চাইলে তাঁর আবেদনসমূহের তথ্যাদিসহ উক্ত ফরমটি Download করে Print নিতে পারবেন

() উপরের নির্দেশনা অনুযায়ী এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন রেজিস্ট্রেশন নম্বর

সঠিকভাবে এন্ট্রি দেয়ার পরও শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য এসএসসি পরীক্ষার GPA দেখতে না পেলে, তাঁকে আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) জমা দেয়ার Transaction ID টি এন্ট্রি দিতে হবে এবং ফি প্রদানের জন্য তিনি যেই অপারেটর (অর্থা টেলিটক/রকেট/শিওরক্যাশ) ব্যবহার করেছে তাকে Select করতে হবে। পরবর্তীতে ৩০ মিনিট পর ইন্টারনেটে আবেদন করার জন্য পূর্বে উল্লেখিত পদ্ধতিতে অনুসরণ করতে হবে

Post a Comment

Previous Post Next Post