১. ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ
ঠাকুরের কোন ছোটগল্পের চরিত্র?
উত্তরঃ সামপ্তি
২. মধ্যযুগের সবচেয়ে উল্লেখ্যযোগ্য কবি কে?
উত্তরঃ আলাওল
৩. ‘নারী’ কবিতাটি কে লিখেছেন?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
৪. ‘চশমা’ শব্দটি বাংলায়
এসেছে কোন ভাষা থেকে?
উত্তরঃ ফারসি
৫. ‘হাতহদাই’ নাটকটি কে লিখেছেন?
উত্তরঃ সেলিম আল দীন
৬. ‘ঢোঁড়াই চরিতমানস’ উপন্যাসের লেখক
কে?
উত্তরঃ সতীনাথ ভাদুড়ী
৭. ‘দেয়া’ শব্দের সমার্থক
শব্দ কোনটি?
উত্তরঃ মেঘ
৮. বিদ্যাপতি কোন স্থানের কবি ছিলেন?
উত্তরঃ মিথিলার
৯. ‘চক্রবাক’ কাব্যের রচয়িতা
কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
১০. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক
কে?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
১১. শহীদ কাদরীর ‘সঙ্গতি’ কবিতাটি কোন
কবির ‘সংগতি’ কবিতার প্যারোডি?
উত্তরঃ অমিয় চক্রবর্তী
১২. ‘শোনো একটি মুজিবুরের কণ্ঠস্বরের ধ্ধনি’ গানটির রচয়িতা
কে?
উত্তরঃ গৌরীপ্রসন্ন মজুমদার
১৩. প্রত্যয়কে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ তিন
১৪. বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
উত্তরঃ উপভোগ
১৫. ‘কিরণ’ এর সমার্থক শব্দ
নয় কোনটি?
উত্তরঃ রবি
১৬. পূর্ণ স্বরধ্ধনি ও অর্ধ স্বরধ্ধনি একত্রে মিলে কোন ধ্বনি হয়?
উত্তরঃ মৌলিক স্বরধ্ধনি
১৭. ‘তোমাকে অভিবাদন, বাংলাশে’ কে বাংলাদেশকে
অভিবাদন জানিয়েছেন?
উত্তরঃ সৈয়দ শামসুল হক
১৮. উক্তি পরিবর্তনে চিরন্তন সত্য উদ্ধৃতির ক্ষেত্রে কোন বিষয়টির পরিবর্তন
হয় না?
উত্তরঃ ক্রিয়ার কাল
১৯. কোন উপন্যাস অবলম্বনে ‘বাঙলা’ নামে একটি চলচ্চিত্র
নির্মিত হয়েছে?
উত্তরঃ ওঙ্কার
২০. কোনটি পারিভাষিক শব্দ?
উত্তরঃ স্নাতকোত্তর
21. ‘Was he hurt bad’ the word ‘bad’ in this
sentence is a/ an…
Answer: adverb
22. Fill in the blank: Which is…of the two?
Answer: the cheaper
23. What is the verb form of ‘habit’?
Answer: habituate
24. Identify the same of clause in the underlined sentence: Your
body digests whatever you eat?
Answer: noun clause
25. ‘I like reading novels.’ Here ‘reading’ is a/ an…
Answer: gerund
26. Which one is antonym of ‘fundamental’?
Answer: trivial
27. Choose the correct form of verb: The doctor suggested that
the patient…weight.
Answer: should lose
28. Which of the following is not plural form?
Answer: Formula
29. To introduce a list of objects we use:
Answer: colon
30. Which word is not used as a verb?
Answer: random
31. ‘The Tempest’ is a drama
by…
Answer: William Shakespeare
32. Who is known as a novelist?
Answer: Thomas Hardy
33. Find out correctly spelt word…
Answer: Gregarious
34. Can you tell me where…find the
book?
Answer: I can
35. Select the masculine gender…
Answer: bachelor
36. Mr. Robin is…humorist.
Answer: a
37. Who wrote the novel ‘Great
Expectations’?
Answer: Charles Dickens
38. ‘Study of religion’ is called…
Answer: Theology
39. Choose the correct meaning of the word ‘Adverse’?
Answer: প্রতিকূল
40. Everyone in the group shook hands with…
Answer: each other
৪১. সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে একটি কোণ ৩০ ডিগ্রি হলে অপরটি কত?
উত্তরঃ ৬০ ডিগ্রি
৪২. একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, সংখ্যাটি কত?
উত্তরঃ ৪৩
৪৩. একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?
উত্তরঃ ২
৪৪. নিচের কোন ভগ্নাংশটি ২/৩ থেকে ছোট?
উত্তরঃ ৩/৫
৪৫. পিতা পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিন
গুণ হলে পুত্রের বয়স কত?
উত্তরঃ ২০ বছর
৪৬. 2^(2x+1)=128 হলে x=?
উত্তরঃ
৩
৪৭. ৩% চিনিযুক্ত ৫০ লিটারের মিশ্রণে কতটুকু পানি বাষ্প করলে মিশ্রণে
৫% চিনি হবে?
উত্তরঃ ২০
৪৮. একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য ৪ মিটার, উচ্চতা ৩ মিটার। ত্রিভুজটির
ক্ষেত্রফল কত?
উত্তরঃ ৬
আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= (১/২) × ৪ × ৩
= ২ × ৩
= ৬
৪৯. ১ ফুট = কত সেন্টিমিটার?
উত্তরঃ ৩০.৪৮ সেন্টিমিটার
৫০. x এর মান ১০% যদি y এর ২০% এর সমান হয় তবে x : y= কত?
উত্তরঃ ২ : ১
৫১. ৩০ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত?
উত্তরঃ ৩৯.৫
৫২. দুটি সংখ্যার ল.সা.গু ৮৪ ও গ.সা.গু ১৪। একটি সংখ্যা অপর সংখ্যা ২/৩
অংশ হলে ছোট সংখ্যা কোনটি?
উত্তরঃ ২৮
৫৩. কোনো হোস্টেলে ৬৬ জন ছাত্রীর ২৬ দিনের খাবার ছিল। ৮ দিন পর ৩০ জন
ছাত্রী হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের কতদিন চলবে?
উত্তরঃ ৩৩
৫৪. তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল ৫ ও ৭ দ্বারা
নিঃশেষে বিভাজ্য হবে?
উত্তরঃ ৫
৫৫. তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল ৫৭। ৩য় সংখ্যাটি কত?
উত্তরঃ ২১
৫৬. একটি ট্রেনের গতি ৬০ কিমি/ ঘন্টা হলে ১০০ মি: যেতে কত সেকেন্ড সময়
লাগবে?
উত্তরঃ ৬
৫৭. একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি
হলে ৫% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
উত্তরঃ ৩০০০
৫৮. যদি P ও Q জোড় সংখ্যা এবং R বিজোড় সংখ্যা হয়, নিচের কোনটি জোড় সংখ্যা
হতে পারবে না?
উত্তরঃ R/P
৫৯. ২টি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৯ হবে?
উত্তরঃ ৪ ও ৫
৬০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ আছে কয়টি?
উত্তরঃ ১৫৩টি
৬১. ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থটি প্রথম
কবে প্রকাশিত হয়?
উত্তরঃ ২০২০ সালে
৬২. ‘মুক্তির গান’ এর নির্মাতা
কে?
উত্তরঃ তারেক মাসুদ
৬৩. ‘খুমি’ উপজাতি বাস করে
কোন জেলায়?
উত্তরঃ বান্দরবান
৬৪. শিশু স্বর্গ নামে চিত্র অঙ্কন প্রতিষ্ঠান গড়ে তোলেন কে?
উত্তরঃ এস এম সুলতান
৬৫. ‘ফ্লোরিকালচার’ কী?
উত্তরঃ ফুলচাষ
৬৬. বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কয়টি?
উত্তরঃ ২টি
৬৭. বাংলাদেশে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়?
উত্তরঃ বান্দরবান
৬৮. বাংলাদেশের নিজস্ব মুদ্র চালু হয় কত তারিখে?
উত্তরঃ ৪ মার্চ ১৯৭২
৬৯. ঢাকা সেনানিবাসে আগরতলা ষড়যন্ত্র মামলার স্মৃতি বিজড়িত জাদুঘর কোনটি?
উত্তরঃ বঙ্গবন্ধু জাদুঘর
৭০. বাংলাদেশের একমাত্র প্রধান বহু শস্য গবেষণা প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত
নাম কি?
উত্তরঃ বি.এ.আর.আই.
৭১. কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক?
উত্তরঃ মেঘনা
৭২. বাংলায় প্রথম স্বাধীন সুলতানী যুগের সূচনা করেন কে?
উত্তরঃ ফখরুদ্দিন মোবারক শাহ্
৭৩. ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশ আসেন?
উত্তরঃ চতুর্দশ
৭৪. ১৯৭১ সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে কয়টি বিভাগ ছিল?
উত্তরঃ চারটি
৭৫. পঞ্চমবারের মাতো নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
উত্তরঃ শের বাহাদুর দেউবা
৭৬. জাতিসংঘের পরিবেশ রক্ষাকারী সংগঠন কোনটি?
উত্তরঃ ইউ.এন.ই.পি
৭৭. করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে কোন
দেশে?
উত্তরঃ ব্রাজিল
৭৮. ‘ব্রিসবেন’ কোন দেশের সমুদ্র
বন্দর?
উত্তরঃ অস্ট্রেলিয়া
৭৯. সার্বজনীন মানবাধিকার ঘোষিত হয়েছে জাতিসংঘের কোন পরিষদে?
উত্তরঃ সাধারণ পরিষদে
৮০. কোন সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১৯৭২
৮১. সিপিএ’র বর্তমান সদস্য দেশ কয়টি?
উত্তরঃ ৬৮টি
৮২. ইউরাপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ব্রাসেলস
৮৩. কোন দেশকে ধীবরের দেশ বলা হয়?
উত্তরঃ নরওয়ে
৮৪. ‘ব্ল্যাক সেপ্টেম্বর’ কী?
উত্তরঃ গেরিলা সংস্থা
৮৫. SAARC এর বর্তমান মহাসচিব কে?
উত্তবঃ এসালা ওয়েরাকুন
৮৬. ককেশাস অঞ্চলটি কোথায় অবস্থিত?
উত্তরঃ পূর্ব ইউরোপে
৮৭. জার্মানি-ফ্রান্স সীমান্তে নির্মিত সীমানারেখার নাম কী?
উত্তরঃ সীগফ্রিড লাইন
৮৮. আই.সি.এ.ও এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ মন্ট্রিল
৮৯. ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি কোন যুদ্ধের সাথে সংশ্লিষ্ট?
উত্তরঃ ক্রিমিয়ার যুদ্ধ
৯০. নিউজিল্যান্ডের রাজধানী কোনটি?
উত্তরঃ ওয়েলিংটন
৯১. কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট নয়?
উত্তরঃ সালফার
৯২. কত ডেসিবলের অধিক মাত্রার শব্দ পরিবেশকে দূষিত করে?
উত্তরঃ ৬০ ডেসিবল
৯৩. প্রাথমিক রঙ কোনটি?
উত্তরঃ সবুজ
৯৪. পৃথিবীর ভূ-ত্বকের মধ্যে কোন মৌলটি তৃতীয় সর্বোচ্চ?
উত্তরঃ অ্যালুমিনিয়াম
৯৫. রেফ্রিজারেটরের কম্প্রেসারের মধ্যে যে তরল পদার্থ ব্যবহার করা হয়
তার নাম কি?
উত্তরঃ ফ্রেয়ন
৯৬. CPU কোন Address generate করে?
উত্তরঃ Logical
৯৭. Programme এর ব্যাকরণগত ভুল কী?
উত্তরঃ Syntax error
৯৮. ই-মেইল ঠিকানায় BCC এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Blind Carbon Copy
৯৯. কোনটিকে Brain of computer বলা হয়?
উত্তরঃ CPU
১০০. এম.এস. অফিসের ডকুমেন্ট প্রিন্টের জন্য শর্টকাট কোনটি?
উত্তরঃ CTRL+P
সরকারি চাকরি পরীক্ষা প্রস্তুতি -পূর্নাঙ্গ মডেল টেস্ট ভিডিও লিংক
Post a Comment